বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ণ

লড়াইটাও করতে পারলো না টাইগাররা, ফাইনালে ভারত

১৬৯ রানের লক্ষ্য টি-টোয়েন্টিতে একেবারেই অগম্য কিছু নয়। কিন্তু ভারতের বিপক্ষে ব্যাট হাতে নেমে যেন পথটাই হারিয়ে ফেলল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ১২৭ রানে গুটিয়ে গেল ইনিংস। তাতে ৪১ রানের বড় হার!

টাইগারদের হারে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। আর এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটাই অঘোষিত সেমিফাইনাল। যে জিতবে, ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে ভারতের সঙ্গে।

দ্বিতীয় ওভারে তানজিদ তামিমের উইকেট হারালেও সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন জুটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। পাওয়ার প্লেতে উঠে গিয়েছিল ৪৪ রান। কিন্তু হঠাৎ করেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলী অল্প সময়েই সাজঘরে ফেরেন একে একে।

ইমন ১৯ বলে ২১ রান করেই আউট হন সীমানার কাছে। হৃদয় রান তুলতে না পারা অবস্থাতেই ফিরে যান (৭ বলে ৭)। শামিম তো একেবারেই হতাশ করলেন ৩ বল খেলে শূন্য রান।

অন্যপ্রান্তে ছিলেন কেবল সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক আজও লড়াই চালিয়ে যান। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন, মেরেছেন ৩ চার আর ৪ ছয়। শেষ পর্যন্ত ৫১ বলে ৬৯ রানে থামেন তিনি। কিন্তু তার একার ইনিংস জয় আনতে যথেষ্ট ছিল না।

১৭তম ওভারে টানা দুই বলে কুলদীপ যাদব ফেরান রিশাদ ও তানজিম সাকিবকে। সেখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের লড়াই। শেষ ১৬ বলে দরকার ছিল ৫৩ রান, যা কার্যত অসম্ভব।

বোলিংয়েও ছিলেন না কেউ উজ্জ্বল। সবচেয়ে খরুচে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভারে ৩৭ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট। ব্যাট হাতে ৭ বলে ৪ রানে ফিরেছেন তিনিও।

সব মিলিয়ে ৪১ রানের বড় হারে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার স্বপ্নে ছেদ পড়ল। তবে এখনো সুযোগ আছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে উঠেছে ভাগ্য নির্ধারণী। যে জিতবে, সেই দলই যাবে ফাইনালে ভারতের বিরুদ্ধে।

আরো